Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এম, এ, রউফ ডিগ্রী কলেজ, কৌড়ী

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, এম, এ, রউফ কলেজ কৌড়ী, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলাধীন ১নং গালা ইউনিয়নের অন্তর্গত কৌড়ী গ্রামে ৮.৪৪ একর জমির উপর মনোরম পরিবেশে অবস্থিত। এলাকার সাধারণ মানুষের ছেলে-মেয়েদের লেখাপড়ার উদ্দেশ্যে উক্ত এলাকার হিতৈষী এবং বিদ্যানুরাগী ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭০ইং সালে প্রতিষ্ঠিত হইয়া ১৯৭৭ইং সালে উচ্চমাধ্যমিক পর্যায়ে এম.পি.ওভূক্ত হয় এবং ০১/০৭/১৯৮৭ সালে কলেজটি স্নাতক পর্যায়ে স্বীকৃতি লাভ করে। পূর্ণাঙ্গ ডিগ্রী কলেজ হিসাবে চারটি বিষয়ে অনার্সসহ বি.এ, বি.এস-সি, বি.কম ও বি.এস.এস পর্যায়ে পাস কোর্স চালু আছে। চারটি অনার্স কোর্স যথা বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও হিসাব বিজ্ঞান বিষয়ে বিগত চার বছর যাবত অনার্স কোর্সে নির্বিঘ্নে পাঠদান চলিতেছে।